7 march speech of Bangabandhu|| ৭ই মার্চের ভাষণ|| Sheikh Mujibur Rahman||1971||2020|| মুজিব শতবর্ষ

Titulo

সাতই মার্চের ভাষণ ১৯৭১ খ্রিস্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। তিনি উক্ত ভাষণ বিকেল ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়। এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের(বর্তমানে বাংলাদেশ) বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এই ভাষণের একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল। এটি তাজউদ্দীন আহমদ কর্তৃক কিছু পরিমার্জিত হয়েছিল। পরিমার্জনার মূল উদ্দেশ্য ছিল সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবীটির ওপর গুরুত্ব আরোপ করা।১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়৷ নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

In English: Bangabandhu started with the lines, "Today, I appeared before you with a heavy heart. You know everything and understand as well. We tried with our lives. But the painful matter is that today, in Dhaka, Chattogram, Khulna, Rajshahi, and Rangpur, the streets are dyed red with the blood of our brethren. Today the people of Bengal want freedom, the people of Bengal want to survive, the people of Bengal want to have their rights. What wrong did we do?" The speech lasted about 19 minutes and concluded with, "Our struggle, this time, is a struggle for our freedom. Our struggle, this time, is a struggle for our independence. Joy Bangla!" It was a de facto declaration of Bangladesh's independence.

No comments

Powered by Blogger.